সোনাগাজীতে পুলিশের ওপর হামলা: শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে পালাল দুই আসামি, গ্রেপ্তার একজন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ অক্টোবর ২০২৫ ০৬:১৭ অপরাহ্ণ   |   ৪৩ বার পঠিত
সোনাগাজীতে পুলিশের ওপর হামলা: শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে পালাল দুই আসামি, গ্রেপ্তার একজন

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি:-

 

ফেনীর সোনাগাজী উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে একটি শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে নিয়েছে পরোয়ানাভুক্ত দুই আসামি। এ ঘটনায় ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে খোয়া যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে এবং এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

মঙ্গলবার সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া আসামির নাম জাহেদুল ইসলাম ওরফে রিপন (৩৮)। তিনি স্থানীয় আবুল হাশেমের ছেলে।
 

আহত পুলিশ সদস্যরা হলেন সোনাগাজী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইদুর রহমান ও মোফাজ্জল হোসেন এবং কনস্টেবল মাহবুব আলম, আইনুল করিম, কাঞ্চন ও হৃদয়
 

পুলিশ জানায়, জাহেদুল ইসলাম ও তার ভাই রফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। খবর পেয়ে সকাল ছয়টার দিকে পুলিশের একটি দল তাদের বাড়িতে অভিযান চালায়। তখন আসামিরা ও তাদের স্বজনরা পুলিশের ওপর হামলা চালায় এবং একপর্যায়ে পুলিশের একটি শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
 

ঘটনার পরপরই সোনাগাজী সার্কেল ও জেলা পুলিশের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করেন। পাশের মিরসরাই ও দাগনভূঁইয়া থানাকেও অভিযানে যুক্ত করা হয়। দুপুরে জাহেদুল ইসলামকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ছিনতাই হওয়া শটগান ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।
 

পুলিশ জানিয়েছে, পলাতক আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।