বেনাপোল বন্দরে আজ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ মার্চ ২০২৫ ০২:০৬ অপরাহ্ণ   |   ৬৩৫ বার পঠিত
বেনাপোল বন্দরে আজ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

বেনাপোল (যশোর) প্রতিনিধি:-

 

ভারতে দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ শনিবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
 

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান জানান, ভারতের পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দোল পূর্ণিমার সরকারি ছুটির কারণে আজ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
 

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দরে পণ্য খালাস এবং ভারতীয় খালি ট্রাক ফেরার জন্য সংশ্লিষ্ট দপ্তর খোলা থাকবে।
 

বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
 

আগামীকাল রবিবার সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।