কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ মার্চ ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ণ   |   ২৪৩ বার পঠিত
কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
 

নাগেশ্বরী থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০৩ মার্চ) সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে নুনখাওয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে।
 

পুলিশ সূত্রে জানা গেছে, আমিনুল ইসলামের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
 

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা বলেন, "আমিনুল ইসলামকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।"