একটু বৃষ্টিতেই কুড়িগ্রাম শহরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা

প্রকাশকালঃ ০৯ জুন ২০২৪ ০৬:৫৩ অপরাহ্ণ ৫৪৪ বার পঠিত
একটু বৃষ্টিতেই কুড়িগ্রাম শহরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামে শনিবার রাতের ভারী বৃষ্টিপাতের কারণে জেলা প্রশাসকের কার্যালয়সহ শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দিবাগত রাত ২টার পর থেকে টানা তিন ঘণ্টা ধরে ১৬১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
 


এই বৃষ্টির ফলে জেলা প্রশাসকের কার্যালয়, ফায়ার সার্ভিস অফিস, রৌমারীপাড়া, মোল্লাপাড়া, টাপু ভেলাকোপা, চর হরিকেশসহ বেশ কিছু এলাকায় পানি জমেছে। জলাবদ্ধতার কারণে জনজীবনে ব্যাপক বিঘ্ন ঘটেছে। অফিস-আদালতে যাওয়া-আসা মানুষ পড়েছে ভোগান্তিতে।
 

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানিয়েছেন, জলাবদ্ধতা নিরসনের জন্য পৌরসভা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত পানি নিষ্কাশন করে সমস্যা সমাধান করা হবে।