অনলাইন ডেস্ক:-
ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৫ জন।
ঘটনাটি ঘটে সিগাচি কেমিক্যালস কারখানায়। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে কারখানাটি ধ্বংসস্তূপে পরিণত হয়। মঙ্গলবার বিবিসি এ তথ্য জানায়।
জেলা প্রশাসনের বরাতে বলা হয়েছে, নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিদের শনাক্তে কাজ চলছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (সাবেক টুইটার)-এ এক শোকবার্তায় বলেন, “তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে কারখানার অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
তিনি জানান, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়া হবে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, সোমবার সকালে হঠাৎ করে ওই কারখানায় বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতায় ছাদ উড়ে গিয়ে প্রায় ১০০ মিটার দূরে পড়ে। এরপর কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা।
প্রাথমিকভাবে ১২ জন শ্রমিকের মৃত্যুর খবর জানানো হলেও পরে মৃতের সংখ্যা বাড়তে থাকে। দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ শুরু করলে একের পর এক মরদেহ উদ্ধার হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এদিকে এমন ভয়াবহ শিল্প দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।