মশা তাড়াতে বাড়িতে নিয়ম করে যেভাবে ধূপ জ্বালাবেন

প্রকাশকালঃ ০৮ অক্টোবর ২০২৩ ০৫:৫৩ অপরাহ্ণ ৩৪১ বার পঠিত
মশা তাড়াতে বাড়িতে নিয়ম করে যেভাবে ধূপ জ্বালাবেন

শা, মাছি তাড়ানোর প্রাচীন  সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতি এই ধূপ। প্রাকৃতিক হওয়ায় শরীরের ক্ষতি করে না। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ধূপ-গাছ জন্মে। গাছের কাণ্ড থেকে যে নির্যাস বা আঠা পড়ে, তা দিয়েই তৈরি হয় ধূপ। বাসায় প্রতিদিন দুই বা তিনবেলা ধূপ দিলে মশার উপদ্রব কমে যায়। 

বাজারে দুই ধরনের ধূপদানি পাওয়া যায়। একটি মাটি দিয়ে তৈরি এবং অন্যটি পিতলের। পিতলের তৈরি ধূপদানির দাম একটু বেশি, তবে অনেকদিন পর্যন্ত ব্যবহার করা যায়। ভালো মানের পিতলের একটি ধূপদানি প্রায় ৮ থেকে ১০ বছর পর্যন্ত ব্যবহারের উপযোগী থাকে।


মশা তাড়াতে বাড়িতে নিয়ম করে যেভাবে ধূপ জ্বালাবেন: 

১। ধূপদানিতে তিন বা চার টুকরো নারকেলের আঁশ দিতে হবে। 

২। এরপর দিয়াশলাই দিয়ে নারকেলের আঁশে আগুন ধরিয়ে তাতে ১ চা চামচ পরিমাণ ধূপের গুঁড়া দিতে হবে।

৩। ধূপ জ্বালানোর পর প্রথম ৫ মিনিট ঘরের জানালা বন্ধ রাখতে হবে। 

৪। এরপর জানালা খুলে দিন। এতে ঘরের মশা চলে যাবে। ১০ মিনিট জানালা খোলা রাখার পর আবার বন্ধ করে দিন। 

৫। ধূপ দেওয়ার পর জানালা বন্ধ রাখাই ভালো। এতে বাইরের মশা ঘরে ঢুকবে না।