নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ভাড়াটিয়া দেখালেন বাইজিদকে মেরে লাশ কোথায় ফেলেছেন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:০৪ অপরাহ্ণ   |   ২২৪ বার পঠিত
নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ভাড়াটিয়া দেখালেন বাইজিদকে মেরে লাশ কোথায় ফেলেছেন

জিহাদ হোসেন.বিশেষ প্রতিনিধি:-

 

নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা এলাকায় নিখোঁজ হওয়ার একদিন পর ৯ বছর বয়সী বাইজিদ আকন্দের (৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন একটি ইটভাটার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম।
 

পুলিশের ধারণা, পূর্ব শত্রুতা অথবা টাকা-পয়সার লেনদেনের জেরে শিশুটিকে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ফেরদৌস আলীকে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে।
 

নিহত বাইজিদের বাবা সাইফুল ইসলাম জানান, গত সোমবার সন্ধ্যায় বাইজিদ নিখোঁজ হয়। বহু জায়গায় খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
 

পুলিশ জানায়, সাইফুলের বাড়ির পাশের ভাড়াটিয়া ফেরদৌস আলীর আচরণে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে ফেরদৌস স্বীকার করে যে, সে শিশুটিকে বাসা থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে মরদেহটি রেললাইন সংলগ্ন ইটভাটার পাশে একটি নির্জন স্থানে ফেলে দেয়। এরপর তার দেখানো স্থান থেকে পুলিশ মঙ্গলবার রাত ৮টার দিকে বাইজিদের মরদেহ উদ্ধার করে।
 

ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম জানান, শিশুটিকে হত্যার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ ধারণা করছে, আর্থিক লেনদেন অথবা পূর্ব শত্রুতার কারণে ফেরদৌস আলী প্রতিশোধ নিতে শিশুটিকে হত্যা করেছে। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।