গাজীপুরে আহতদের দেখতে হাসপাতালে সারজিস ও হাসনাত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৩৭ অপরাহ্ণ   |   ৭৬ বার পঠিত
গাজীপুরে আহতদের দেখতে হাসপাতালে সারজিস ও হাসনাত

ঢাকা প্রেস নিউজ

 

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহতদের দেখতে হাসপাতালে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে তারা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং হামলার ঘটনায় দ্রুত বিচার দাবি করেন।
 

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ জনগণের ওপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলার ঘটনায় গাজীপুর উত্তপ্ত হয়ে উঠেছে। এর প্রতিবাদে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের রাজবাড়ী মাঠে সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
 

শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় পলাতক সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর পেয়ে তা প্রতিহত করতে এগিয়ে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় স্থানীয় মসজিদের মাইকে ‘মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে’ বলে ঘোষণা দেওয়া হয়, যাতে আশপাশের লোকজন জড়ো হয়। এরপর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাড়িটি ঘিরে ফেলে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
 

এ ঘটনায় ১৫ জন আহত হন, যাদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. নাবিল জানান, "এই ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু বিচার না হলে আমরা ‘মার্চ টু গাজীপুর’ কর্মসূচির ঘোষণা দেব।"
 

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, শনিবার সকাল ১০টা পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।