কুমিল্লায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তিনটি পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাগুলো ঘটেছে জেলার আদর্শ সদর, লাকসাম ও লালমাই উপজেলায়।
পুলিশ জানায়, বুধবার আদর্শ সদর উপজেলার দুতিয়ার দিঘীর পাড়, লাকসাম উপজেলার একটি পরিত্যক্ত আইসক্রিম ফ্যাক্টরি এবং লালমাই উপজেলার হরিশ্চর রেললাইনের পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ছত্রখীল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মমিনুল হক জানান, নিখোঁজের দুদিন পর দুতিয়ার দিঘীর পাড় থেকে ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্র সামিউল বাসিরের লাশ উদ্ধার করা হয়। নিহত সামিউল সদর দক্ষিণ উপজেলার আবু ইউসুফের ছেলে। সে স্থানীয় গাউছিয়া হাফেজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র ছিল।
তিনি আরও জানান, হত্যার কারণ এখনো স্পষ্ট নয়, তবে আশপাশের কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
অন্যদিকে, লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, গাজীমুড়া বড় মসজিদের পাশের একটি পরিত্যক্ত আইসক্রিম কারখানার ভেতর থেকে সাব্বির হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। নিহত সাব্বির পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজীমুড়া উত্তর পাড়ার বাসিন্দা এবং তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ছাড়া, লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের পেরুল উত্তর ইউনিয়নের হরিশ্চর (নিশ্চিন্তপুর) এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (বয়স আনুমানিক ৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।