 
                            
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার নতুন সফটওয়্যার চালু করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, “এখন থেকে দৌড়াদৌড়ি কমে যাবে, এবং ঘরে বসেই সহজেই রিটার্ন জমা দেওয়া সম্ভব হবে।”
 
তিনি আরও জানান, আগামী বছর থেকে করপোরেট করের রিটার্ন অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করা হবে। এ সিস্টেম ব্যবহার করে কোনো ভুল তথ্য জমা দেওয়া যাবে না, কারণ হিসাব স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। এর মাধ্যমে অডিট বা নিরীক্ষার কাজও স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন করা সম্ভব হবে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি কর আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, “সরকারকে অন্ধকারে রাখবেন না। সঠিকভাবে সেবা দিয়ে সম্মানী নেওয়া যায়, তবে সেবা গ্রহীতাদের বিভ্রান্ত করলে সমস্যা হবে। ভালো সেবা পেলে মানুষ মূল্য দিতে কার্পণ্য করে না। এমন সফটওয়্যার করদাতা এবং আদায়কারীর উভয়ের জন্য সুবিধাজনক।”
 
সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা কর আইনজীবীরাও উপস্থিত ছিলেন। তারা ওকালতনামা বাধ্যতামূলক করার দাবিও জানান।
 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                