মাত্র তিন ঘণ্টার মধ্যেই উল্লাপাড়া উপজেলা সমাজসেবা অফিসের মাধ্যমে প্রতিবন্ধী ভাতার কার্ড পেল ১০ বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নাহিদ হোসেন। দৈনিক সমকাল অনলাইনে সংবাদ প্রকাশের পর এ ব্যবস্থা নেওয়া হয়।
রোববার বিকেল ৫টায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম নাহিদের বাড়িতে গিয়ে তার বাবা রুহুল আমিনের হাতে কার্ডটি তুলে দেন। এর আগে, দৈনিক সমকালের ‘শিকলবন্দী জীবন কাটাচ্ছে ১০ বছরের নাহিদ’ শিরোনামের প্রতিবেদনটি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাতের নজরে এলে তিনি দ্রুত কার্ড ইস্যুর নির্দেশ দেন।
উল্লাপাড়ার সড়াতৈল গ্রামের দিনমজুর রুহুল আমিন ও সীমা খাতুনের সন্তান নাহিদ দীর্ঘ তিন বছর ধরে শিকলবন্দী অবস্থায় ছিল। প্রতিবেশী শিশুদের দ্বারা উত্ত্যক্ত হওয়ায় তার বাবা নিরুপায় হয়ে তাকে ঘরের বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রাখতেন। নাহিদের চিকিৎসার জন্য পরিবার সর্বস্ব বিক্রি করলেও দীর্ঘদিন ধরে ভাতার কার্ড পাওয়ার চেষ্টা করে আসছিল। কিন্তু ঘুষ দাবির কারণে তা সম্ভব হচ্ছিল না।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, প্রতিবেদন প্রকাশের পর তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আনেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও বলেন, কোনো কর্মচারী ঘুষ দাবি করে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান, সংবাদটি প্রকাশের আগে তিনি বিষয়টি জানতেন না। তবে খবর পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নাহিদের বাবার অভিযোগও খতিয়ে দেখা হবে।