ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-
চট্টগ্রাম নগরীর হাজারী লেনে গত মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ইসকনবিরোধী একটি ফেসবুক পোস্টের জেরে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠলে, যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
দুষ্কৃতকারীরা যৌথ বাহিনীর ওপর এসিড হামলা চালায় এবং ভারী ইট-পাটকেল ছুড়তে শুরু করে। এই ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের একাধিক সদস্য আহত হয়। পরিস্থিতি সামাল দিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৮০ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।
আইএসপিআর সূত্রে জানা যায়, উত্তেজিত জনতা ওসমান আলী নামক এক ব্যক্তি ও তার ভাইকে হত্যা এবং দোকান জ্বালিয়ে দেওয়ার উদ্দেশ্যে জড়ো হয়। যৌথ বাহিনী দ্রুত পদক্ষেপ নিলেও দুষ্কৃতকারীরা আক্রমণাত্মক হয়ে ওঠে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। যৌথ বাহিনী বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রকৃত দুষ্কৃতকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে।
হাজারী লেনসহ নগরীর অন্যান্য এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর এই অভিযান চলমান থাকবে।