মোহাম্মদ করিম,খাগড়াছড়ি প্রতিনিধি:-
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও প্রযুক্তি সামগ্রীসহ একজন ইউপিডিএফ সদস্যকে আটক করা হয়েছে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে লক্ষীছড়ি জোনের সেনাবাহিনী।
অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, বেশ কিছু গুলি, এবং কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামতগুলো অভিযুক্তের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সেনাবাহিনী জানায়, পার্বত্য অঞ্চলে শান্তি রক্ষা ও সন্ত্রাস দমন কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। আটক ইউপিডিএফ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হলেও সেনাবাহিনীর তৎপরতায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।