পাবনা জেলা জজ আদালত চত্বরে দায়িত্বপ্রাপ্ত পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে আদালত কক্ষেই এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা একটি পুরোনো ফৌজদারি মামলার শুনানিতে অংশ নিতে আদালতে উপস্থিত হয়েছিলেন। এ সময় তারা আদালতের ভেতরে মোবাইল ফোনে ছবি তোলার চেষ্টা করেন। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা বিষয়টি আইনবিরোধী উল্লেখ করে তাদের নিষেধ করলে তারা একপর্যায়ে পুলিশের ওপর চড়াও হন এবং পুলিশ সদস্য শাহ আলমের ওপর হামলা চালান।
আটক ব্যক্তিরা হলেন—ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আউয়াল কবির (৩৮), ছাত্রদল কর্মী সরওয়ার জাহান শিশির (৩৩), দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কালাম খান (৪০), স্বেচ্ছাসেবক দলের কর্মী রুবেল হোসেন (৩৩), সবুজ হোসেন (৩৫) এবং ঈশ্বরদী উপজেলা কৃষক দলের কর্মী জহুরুল ইসলাম (৩৫)।
পাবনা কোর্ট পরিদর্শক মো. রাশেদুল ইসলাম জানান, "২০২৩ সালের ১৫ নভেম্বর দায়ের হওয়া একটি মামলায় তারা আজ আদালতে হাজিরা দিতে এসেছিলেন। সেখানে তারা আদালতের নিয়ম ভেঙে ছবি তোলার চেষ্টা করেন। বাধা দিলে তারা কর্তব্যরত পুলিশ সদস্যের ওপর হামলা করেন।"
তিনি আরও বলেন, "আদালতের নিরাপত্তা ও নিয়ম ভঙ্গ করে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটিয়েছেন। এজন্য তাদের আদালত কক্ষ থেকেই আটক করা হয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।"