ঢাকা প্রেস নিউজ
পণ্যের মান নিয়ন্ত্রণ এবং খাদ্যে ভেজালরোধে বিএসটিআই নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে এবং পবিত্র রমজান মাসে এ ব্যাপারে বিশেষ অভিযান শুরু করবে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এই তথ্য জানিয়ে বলেন, বিএসটিআইর তদারকি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং রমজানে ভেজাল প্রতিরোধ ও মান নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে।
গতকাল বুধবার, মতিঝিলের শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিল্প উপদেষ্টা এসব কথা জানান। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিল্প উপদেষ্টা আরও বলেন, পবিত্র রমজান শুরুর এক মাস আগে থেকেই বিএসটিআই তদারকি কার্যক্রম ত্বরান্বিত করেছে। এই কার্যক্রমের আওতায় পণ্যের মান নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ এবং পণ্যের ওজন ও পরিমাপে কারচুপি রোধে মোবাইল কোর্ট এবং সার্ভিল্যান্স কার্যক্রমে আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা মহানগরীতে বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে প্রতিদিন তিনটি করে মোবাইল কোর্ট পরিচালিত হবে, যা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং এপিবিএন-এর সহায়তায় পরিচালিত হবে। র্যাব এবং ডিএমপি’র সঙ্গে যৌথভাবে আরও মোবাইল কোর্ট পরিচালিত হবে।
এছাড়া সারাদেশে বিএসটিআইর জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভাগীয়, জেলা এবং আঞ্চলিক কার্যালয়গুলো থেকে প্রতিদিন একাধিক মোবাইল কোর্ট পরিচালিত হবে। পাশাপাশি বিএসটিআইর সার্ভিল্যান্স টিম এবং বাজার মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে। রমজান মাসে বহুল ব্যবহৃত খাদ্যপণ্যের বিষয়ে বিশেষ নজরদারি রাখা হবে। বিএসটিআইর পাশাপাশি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারাও এই অভিযানে অংশগ্রহণ করবেন।