নাটোরে কৃষি কর্মকর্তাকে রড দিয়ে আঘাত

প্রকাশকালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৪ ০১:৩১ অপরাহ্ণ ৪০১ বার পঠিত
নাটোরে কৃষি কর্মকর্তাকে রড দিয়ে আঘাত

ঢাকা প্রেস
নাটোর প্রতিনিধি:-



 

নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের একডালা নারায়ণপাড়া এলাকায় একজন কৃষি কর্মকর্তাকে প্রণোদনা না পাওয়ার কারণে রড দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে।
 

গত বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তি হলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইসরাত জাহান ইমন। তিনি বর্তমানে নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
 

ইসরাত জানান, তিনি নিয়মিতভাবে কৃষকদের মাঠ পরিদর্শন করেন। বুধবারও এক কৃষকের ফসল দেখতে গেলে মিলন নামে আরেক কৃষক তাকে প্রণোদনা না পাওয়ার বিষয়ে প্রশ্ন করেন। ইসরাত তাকে বুঝিয়ে বললেও মিলন ক্ষিপ্ত হয়ে তার মাথায় রড দিয়ে আঘাত করে।
 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, আহত কর্মকর্তাকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।
 

নাটোর সদর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানিয়েছেন, এখনও পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।