কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:-
চট্টগ্রামের সীতাকুণ্ডে মানসিক ভারসাম্যহীন এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহত যুবকের নাম বেলাল হোসেন (৩০)। তিনি মীরেরহাট বাজার সংলগ্ন জয়নাল উকিলের বাড়ির আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছে বেলাল মানসিক ভারসাম্যহীন হিসেবে পরিচিত ছিলেন। তবে তিনি ছিলেন চোর–ডাকাত ও ছিনতাইকারীদের আতঙ্ক। শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় অজ্ঞাত দুর্বৃত্তরা গাছের ডাল দিয়ে পিটিয়ে বেলালকে হত্যা করে। তার মাথায় গুরুতর আঘাতের ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয় আবুল কালাম বলেন,
“বেলাল মানসিক ভারসাম্যহীন হলেও রাতের বেলা বাজারের নিরাপত্তা নিশ্চিত করতেন। চোর–ডাকাতরা তার নামেই ভয় পেত। আমার ধারণা, দুষ্কৃতিকারীরাই পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।”
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মীরেরহাট বাজারের দক্ষিণ পাশে একটি ফ্লোরে রক্তাক্ত দেহ পড়ে আছে বেলালের। কান ছিঁড়ে গেছে, চারপাশে ছড়িয়ে আছে গাছের টুকরো ও তার জুতা। ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় তাকে মাথায় আঘাত করে হত্যার পর হত্যাকারীরা পালিয়ে যায়।
নিহতের স্বজন আলমগীর হোসেন বলেন,
“বেলাল বাজারে নিয়মিত পাহারায় থাকত। মানসিক প্রতিবন্ধী হলেও চোর–ডাকাতদের বাধা দিত। ওর কারণেই অনেকেই রাতে বাজারে চুরি করতে পারত না। সেই কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
স্থানীয় যুবক ইব্রাহিম জানান,
“রাতের বেলায় বেলাল বাজার পাহারা দিত দারোয়ানের মতো। এটি নিঃসন্দেহে পরিকল্পিত হত্যা।”
মীরেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জামশেদ আলম বলেন,
“বেলাল বাজারে রাত কাটাতেন এবং সারারাত হাঁটাহাঁটি করতেন। তার উপস্থিতির কারণে চোর–ডাকাত ও মাদক ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে কার্যক্রম চালাতে পারত না। তাই ধারণা করা হচ্ছে, তারাই তাকে হত্যা করেছে।”
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন,
“প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।”
স্থানীয়রা এ হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।