সংস্কার কমিশনের সুপারিশ শুধু বাংলাদেশ নয়, বিশ্ববাসীর জন্যও মূল্যবান সম্পদ হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ দুপুর ১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে।
প্রতিবেদন গ্রহণের পর ড. মুহাম্মদ ইউনূস বলেন, “সংস্কার প্রতিবেদনগুলো এ দেশের নাগরিকদের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের আশার সঞ্চার করছে।”
প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী উপস্থিত ছিলেন।
সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে অন্যতম হলো কুমিল্লাকে নতুন বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করা এবং জেলা পরিষদ বাতিল করা।