ময়মনসিংহে ‘তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৫ অপরাহ্ণ   |   ৪৭ বার পঠিত
ময়মনসিংহে ‘তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

ময়মনসিংহ জেলা তথ্য অফিসের আয়োজনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২ ডিসেম্বর বিকেলে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
 

সভাপতির দায়িত্বে ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম।
 

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, “রাষ্ট্রকে এগিয়ে নিতে ইতিবাচক পরিবর্তনকে আলিঙ্গন করতে হবে। সভ্যতার অগ্রগতি ও প্রযুক্তির সুফল গ্রহণ করতে হবে, নেতিবাচক দিকগুলো বাদ দিতে হবে। তরুণ সমাজকে যুগের সঙ্গে খাপ খাইয়ে নিজের দক্ষতা ও স্কিল বৃদ্ধি করে সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”
 

সভাপতির বক্তব্যে মীর আকরাম উদ্দীন আহম্মদ তরুণদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “যদি তরুণরা দেশের সকল স্তরের মানুষকে সম্মান করতে শিখে, তারা মানুষ হিসেবে আরও বড় হয়ে উঠবে।”
 

আলোচনা সভায় তরুণ প্রতিনিধিরা উল্লেখ করেন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সবচেয়ে অগ্রণী ভূমিকা নিতে পারে দেশের তরুণ সমাজ। বিশেষ করে ২৪-এর আন্দোলন তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব হতো না।
 

সভায় সূচনা বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ মো. শহীদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যাময়ী স্কুলের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার, এনটিভি ময়মনসিংহের ব্যুরোপ্রধান সাংবাদিক আইয়ুব আলী, ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার নির্বাহী পরিচালক বিবেশ রায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়ক গোকুল সূত্রধর মানিক, শিক্ষক-শিক্ষার্থী, তরুণ প্রজন্মের প্রতিনিধি ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।