প্রাণিসম্পদ কর্মকর্তাকে হত্যার হুমকি: কর্মকর্তা আতঙ্কিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ নভেম্বর ২০২৪ ০৪:১৩ অপরাহ্ণ   |   ৫০৪ বার পঠিত
প্রাণিসম্পদ কর্মকর্তাকে হত্যার হুমকি: কর্মকর্তা আতঙ্কিত

ঢাকা প্রেস,রাজবাড়ী প্রতিনিধি:-
 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক খামারিকে প্রাণিসম্পদ কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। মো. রিপন মোল্লা নামে ওই ব্যক্তি সোমবার বালিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ অফিসে ঢুকে কর্মকর্তাদের ভয়ভীতি দেখান এবং দা দেখিয়ে হত্যার হুমকি দেন।
 

পরিদর্শন ও চিকিৎসাসেবা না পাওয়ায় ক্ষুব্ধ হয়েই তিনি এমন কাজ করেছেন বলে দাবি করছেন রিপন। তবে কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করেছেন।
 

এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।