কোঁকড়া চুলের যত্ন

প্রকাশকালঃ ১৫ জুন ২০২৩ ০৬:১১ অপরাহ্ণ ১৮৭ বার পঠিত
কোঁকড়া চুলের যত্ন

রমে কোঁকড়া চুলের যত্ন নেওয়াটা কিছুটা কঠিন। বাতাসের আর্দ্রতা ও উষ্ণতার গড়পতনে চুলের বারোটা বেজে যাওয়া অসম্ভব কিছুই না। তাই চুলের যত্নের রুটিনে কিছুটা পরিবর্তন আনতে হবে। কিন্তু কি সেটা? চলুন জেনে নেই গরমে কিভাবে কোঁকড়া চুলের যত্ন নেবেন:


সিরাপ জেল ব্যবহার করুন
গরমে শুষ্ক চুলের যন্ত্রণা বোঝেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। বিশেষত কোঁকড়া চুলে ময়েশ্চারাইজার ধরে রাখাটা কঠিন। সেক্ষেত্রে সিরাপ জেল মাথায় ব্যবহার করা ভালো। এতে চুলের ময়েশ্চারাইজার ধরে রাখা সম্ভব হয়।

নিয়ম করে তেল দিন
মাথায় নিয়ম করে সেসামে অয়েল অথবা নারিকেল তেল ব্যবহার করুন। এতে প্রাকৃতিক ইউভি ফিল্টারিং উপাদান থাকে। সেইসাথে বেশিক্ষণ রোদে থাকলে মাথায় টুপি ব্যবহার করুন।


সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু করুন
সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন। এতে আপনার স্ক্যাল্প অমসৃণ থাকবেনা। তবে স্ক্যাল্পে চুলকনি শুরু হলে এমন শ্যাম্পু ব্যবহার করুন যাতে কেটোকোনাজল নামক উপাদান আছে।

কন্ডিশনার ফ্রিজে রাখুন
আপনার ব্যবহারের কন্ডিশনার ফ্রিজে রাখুন। শুধুমাত্র ব্যবহারের আগে ফ্রিজ থেকে বের করুন। এতে চুলের কিউটিকলগুলো মজবুত রাখা সম্ভব হবে। শুধু তাই নয়, যেসকল শ্যাম্পু কিছুটা এসিটিক, তেমন শ্যাম্পু ব্যবহার করুন।