ময়মনসিংহ ট্যুরিস্ট পুলিশের Tourism management and Security issues বিষয়ক কোর্স এর সমাপনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ জানুয়ারি ২০২৫ ০৮:৫৪ পূর্বাহ্ণ   |   ৭৩ বার পঠিত
ময়মনসিংহ ট্যুরিস্ট পুলিশের Tourism management and Security issues  বিষয়ক কোর্স এর সমাপনী অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি 

ঢাকা প্রেস
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-


 

ময়মনসিংহে- ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিওন কর্তৃক উক্ত ইউনিটের এএসআই ও কনস্টেবল পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে ০৩ (তিন) দিন মেয়াদী ''Tourism management and Security issues " বিষয়ক কোর্স এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আজ ২৩জানুয়ারি আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, ড. মোঃ আশরাফুর রহমান  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের সমাপনী  ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এর আগে ডিআইজি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে স্ট্রেস ম্যানেজম্যান্ট সংক্রান্তে সেশন (ক্লাস) পরিচালনা করেন। 
 

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ ছাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাশিদা বেগম পিপিএম, [অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত] কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ।
 

এসময় আরও উপস্থিত ছিলেন  মোঃ আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার, আইএসটিসি,ময়মনসিংহ সহ প্রশিক্ষক-প্রশিক্ষণার্থীবৃন্দ।