জর্জিয়া তরুণদের নিয়ে প্রথমবার ইউরোয় জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছিল। বড় টুর্নামেন্টে অংশ নিয়ে এবার পর্তুগালকে ২-০ গোলে হারিয়ে আরেক ইতিহাস গড়ল দলটি। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় দল হিসেবে নিশ্চিত করলো ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউট পর্ব তথা শেষ ষেলো।
ম্যাচের ২ মিনিটেই গোল করে লিড নেয় জর্জিয়া। পর্তুগিজ ডিফেন্ডারের ভুলের সুযোগ নিয়ে নাপোলির ২৩ বছর বয়সী মিডফিল্ডার কাভারাস্তখেলিয়া জালে বল পাঠিয়ে দেন। ওই গোল শোধ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন রোনালদো-রাফায়েলরা। মাঠে মেজাজ হারিয়ে কার্ডও দেখেন সিআরসেভেন। ৫৭ মিনিটে পর্তুগালের আরেক ভুলের সুযোগ নিয়ে পেনাল্টি থেকে গোল করে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় ইউরোর নবাগত জর্জিয়া। ৬৬ মিনিটে পর্তুগিজ যুবরাজ রোনালদোকে বদলি করেও লাভ হয়নি।
জর্জিয়ার বিপক্ষে হারলেও গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় গেছে পর্তুগাল। প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় ৬ পয়েন্ট তাদের। তুরস্কও একই গ্রুপ থেকে রানার্স আপ হয়ে পরের ধাপ নিশ্চিত করেছে। তাদের পয়েন্টও ৬। তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা। শেষ ষোলোয় পর্তুগাল স্লোভেনিয়ার মুখোমুখি হবে। জর্জিয়া খেলবে স্পেনের বিপক্ষে।