 
                            
জেলা প্রতিনিধি (জামালপুর):-
 
জামালপুরের মাদারগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারগঞ্জ পৌর বিএনপি ও উপজেলা বিএনপির আয়োজনে র্যালি ও আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ র্যালিটি প্রহেলা সেপ্টেম্বর বিকাল ৫ টায় বালিজুড়ী  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর তিনি বিএনপির চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন। 
 

উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। 
 

সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মান্নান চেয়ারম্যান, সহ-সভাপতি মজিবর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ডাঃ এম এ মান্নান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মজনু ফকির,   হাফিজুর রহমান সাকু, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর , পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল সহ প্রমুখ। এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মহিলা নেত্রীবৃন্দ, উপজেলা এবং ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীবৃন্দ।
 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    