চিঠিতে জানানো হয়, অর্থ বিভাগ গত ২০ মে এই প্রস্তাব অনুমোদন করেছে। এতে ইউনিয়ন পরিষদের অধীনে কর্মরত গ্রাম পুলিশ বাহিনীর দফাদারদের বেতন ৭ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা এবং মহল্লাদারদের বেতন ৬ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া দফাদারদের অবসরকালীন বা মৃত্যুকালীন আনুতোষিক ভাতা ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং মহল্লাদারদের ভাতা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এসব ভাতা সরকারি ও ইউনিয়ন পরিষদের অংশীদারিত্বে ৫০:৫০ অনুপাতে পরিশোধ করা হবে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য গ্রাম পুলিশের (দফাদার ও মহল্লাদার) বর্ধিত বেতন এবং আনুতোষিক ভাতার সরকারি অংশের বরাদ্দ চাহিদা পাঠাতে সংশ্লিষ্ট ডিসিদের অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একইসঙ্গে, ইউনিয়ন পরিষদগুলোকেও নিজস্ব আয় থেকে নির্ধারিত অংশ বরাদ্দ দিতে বলা হয়েছে।