ঢাকা প্রেস নিউজ
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির বৈঠকে অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভায় গিয়ে বিমানবন্দরে হেনস্তার শিকার হন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এই ঘটনার প্রেক্ষিতে, বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে এবং তাকে দ্রুত ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৪ নভেম্বর) রাতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত এবং জেনেভা মিশনের লোকাল স্টাফ বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী মিজানের চাকরি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই হেনস্তার ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
সূত্র আরও জানায়, সরকার এই ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে মনে করছে। আসিফ নজরুলের সঙ্গে প্রটোকল থাকা সত্ত্বেও কেন এমন পরিস্থিতি সৃষ্টি হলো এবং এর সঙ্গে কারা যুক্ত, তা জানতে সুইজারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের মাধ্যমে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়।
এদিকে, জেনেভার এই ঘটনার পর বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনে একটি জরুরি পরিপত্র পাঠানো হয়েছে। পরিপত্রে দুইটি নির্দেশনা দেওয়া হয়েছে: ১. সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিদেশ সফরে সঠিক প্রটোকল ও নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। ২. যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাষ্ট্রদূতসহ সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।