অনলাইন ডেস্ক:-
মেক্সিকো তাদের উত্তরের সীমান্তে ১০ হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করতে সম্মত হওয়ার পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ওপর নতুন শুল্ক এক মাসের জন্য স্থগিত করেছেন। মূলত অবৈধ মাদক, বিশেষ করে ফেন্টানিলের প্রবাহ রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম জানিয়েছেন, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রও উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্রের মেক্সিকোতে পাচার বন্ধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সোমবার এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য প্রকাশ করেন।
নতুন মার্কিন শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প ও শেইনবাউম ফোনে কথা বলেন। এই শুল্ক মেক্সিকো, চীন এবং কানাডার ওপর প্রভাব ফেলতে পারত। ট্রাম্প জানিয়েছেন, এক মাসের এই স্থগিতাদেশের মধ্যে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজবে।
ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প বলেন, “আমি প্রেসিডেন্ট শেইনবাউমের সঙ্গে আলোচনার জন্য অপেক্ষা করছি, কারণ আমরা আমাদের দুই দেশের জন্য একটি কার্যকর চুক্তির চেষ্টা করছি।”
এক সংবাদ সম্মেলনে শেইনবাউম বলেন, “আমাদের সামনে এক মাস সময় রয়েছে। এই সময়ের মধ্যে আমরা একে অপরকে বোঝানোর চেষ্টা করব যে এটি এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে ভালো উপায়।”
এর আগে, ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, যুক্তরাষ্ট্রে কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে ২৫ শতাংশ এবং চীনের পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। গত শনিবার স্বাক্ষরিত এই আদেশ মঙ্গলবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে মেক্সিকোর ক্ষেত্রে শুল্ক স্থগিত থাকলেও কানাডা ও চীনের ওপর তা কার্যকর হয়েছে।