কর্ণফুলীতে চঞ্চল্যকর স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামী আজিজ কে র‌্যাব-৭ গ্রেফতার করেছে....!

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ আগu ২০২৫ ০৩:৪৪ অপরাহ্ণ   |   ৫৯ বার পঠিত
কর্ণফুলীতে চঞ্চল্যকর স্ত্রী হত্যার দায়ে ঘাতক স্বামী আজিজ কে র‌্যাব-৭ গ্রেফতার করেছে....!

চট্টগ্রাম প্রতিনিধি:-

 

চট্টগ্রাম উপজেলার কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকায় একটি ভাড়া বাসায় স্ব-পরিবারে বসবাসরত স্বামী মোঃ আজিজ মিয়ার সাথে পারিবারিক কলহের জেরে গত ৩০ জুলাই ইট দিয়ে ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে। এতে স্ত্রী নিহত হয়েছেন, নিহত ভিকটিম পেশায় একজন গার্মেন্টস কর্মী এবং  বসবাস করতেন। গুরুত্বর রক্তাক্ত জখম করে বাসা থেকে পালিয়ে যায়। পরর্বতীতে ভিকটিমের পরিবার স্থানীয় লোকজনের সহায়তায় ভিকটিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিমের মৃত্যু হয়।
 

উক্ত ঘটনায় ভিকটিমের বড় মেয়ে বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় মোঃ আজিজ মিয়াকে  এজাহারনামীয় প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩১, তারিখ ৩০ জুলাই ২০২৫ইং,  ধারা-৩০২ পেনাল কোড ১৮৬০।
 

র‌্যাব-৭, চট্টগ্রাম মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় প্রধান আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রে বর্নিত মামলার এজাহারনামীয় প্রধান আসামী ঘাতক স্বামী মোঃ আজিজ মিয়া বান্দরবান জেলার লামা থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৮ আগস্ট ২০২৫ইং তারিখ আনুমানিক ০৫৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১৫ কক্সবাজার এর যৌথ আভিযানিক দল বান্দরবান জেলার লামা থানাধীন মাস্টার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আজিজ মিয়া (৫০), পিতা-নুরুল হক, সাং-দক্ষিণ পূর্ব পালং পাড়া, থানা-আলীকদম, জেলা-বান্দরবান’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
 

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।