নতুন ফোক গানে মৌসুমী ইকবালের মুগ্ধতা: এসেছে ‘বাউরা ছোড়া’

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০৫:১০ অপরাহ্ণ   |   ১০৩ বার পঠিত
নতুন ফোক গানে মৌসুমী ইকবালের মুগ্ধতা: এসেছে ‘বাউরা ছোড়া’

ঢাকা প্রেস-বিনোদন ডেস্ক:-

 

নতুন সুরের ছোঁয়ায় শ্রোতাদের মন ছুঁতে আবারও হাজির হয়েছেন জনপ্রিয় গায়িকা মৌসুমী ইকবাল। শৈশব থেকেই সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা এই শিল্পী ছোটবেলা থেকেই গানে মুগ্ধ ছিলেন। সেই ভালোবাসার পথ ধরেই তিনি কণ্ঠ দিয়েছেন একশোরও বেশি মৌলিক গানে, যার মধ্য দিয়ে নিজেকে একজন সৃষ্টিশীল সংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
 

এই ধারাবাহিকতায় শ্রোতাদের জন্য এবার নিয়ে এসেছেন নতুন ফোক ঘরানার গান ‘বাউরা ছোড়া’। আনোয়ারুল আবেদীনের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন জিকো। গানটি সম্প্রতি প্রকাশ পেয়েছে আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে।
 

গানটি নিয়ে মৌসুমী বলেন, “ফোক গানের প্রতি আমার ভিন্ন রকম একটা ভালো লাগা আছে। তাই এ ধরণের গানে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ‘বাউরা ছোড়া’ প্রকাশের পর থেকেই শ্রোতাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। সামনে আরও কিছু নতুন গান নিয়ে কাজ চলছে, যেগুলো শিগগিরই প্রকাশ পাবে।”
 

মৌলিক গানের পাশাপাশি নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন মৌসুমী। যদিও এখনো সিনেমার গানে তার কণ্ঠ শোনা যায়নি, তবে প্লেব্যাক করার আগ্রহ প্রকাশ করেছেন এই প্রতিভাবান গায়িকা।