ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১১

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ জুলাই ২০২৪ ০১:৩২ অপরাহ্ণ   |   ৩৭২ বার পঠিত
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১১

ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টিতে ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৯ জন। শনিবার স্থানীয় দেশটির সময় এ ঘটনা ঘটে। আজ সোমবার এএফপির প্রতিবেদনে বলা হয়, দেশটির সুলাসি দ্বীপের গোরন্তালো প্রদেশের বোন বোলাঙ্গ জেলার প্রত্যন্ত গ্রামে অবৈধ সোনার খনিতে নিরাপত্তা না থাকায় ১১ জনের মৃত্যু হয়। এ ঘটনায় এক ডজনেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।  
 

 

স্থানীয় উদ্ধার সংস্থার প্রধান হেরিয়ান্ত বলেন, মৃত আটজনকে উদ্ধার করা হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। এছাড়াও আরও ১৯ জন নিখোঁজ রয়েছেন।তিনি আরও বলেন, ভূমিধসে কয়েকটি সেতু ভেঙে গেছে। ফলে দুর্ঘটনাকবলিত এলাকায় পায়ে হেঁটে যেতে হচ্ছে। সেখানে পুলিশসহ অন্তত ১৮০ জন উদ্ধারকারী সদস্য কাজ করছেন, যোগ করেন তিনি।   
 

ইন্দোনেশিয়ায় নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে ভূমিধসের ঘটনা ঘটে। কারণ, এই সময়ে দেশটিতে প্রচুর বৃষ্টি হয়। গত মে মাসে সুলাসি দ্বীপে ভূমিধস এবং বন্যায় অন্তত ১৫ জন প্রাণ হারান। ওই সময় সেখানে  প্রায় ডজেনখানেক ঘরবাড়ি ভেঙে যায়। এর আগের মাসে গোরন্তালো প্রদেশে ভূমিধসে ২০ জন মারা যান।