বন্যাকবলিত সতপুর গ্রামে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ত্রাণ সহায়তা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ জুন ২০২৪ ১০:৫৯ অপরাহ্ণ   |   ১২১০ বার পঠিত
বন্যাকবলিত সতপুর গ্রামে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ত্রাণ সহায়তা

ঢাকা প্রেস নিউজঃ

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল
জনিত বন্যায় বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের সতপুর গ্রামের বাসিন্দাদের দুর্দশা বেদনাদায়ক। এই বিপর্যয়ের সময় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তায় এগিয়ে এসেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।

 


তিনি বন্যাকবলিত এলাকায় সরাসরি উপস্থিত হয়ে ত্রাণসামগ্রী বিতরণ করছেন। তার এই মানবিক পদক্ষেপ বন্যাকবলিত মানুষের মনে আশার আলো জ্বালিয়ে দিয়েছে।

প্রতিমন্ত্রী বন্যাকবলিতদের প্রয়োজনীয় সকল সহায়তা করার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বন্যাকবলিত মানুষের পাশে সর্বাত্মকভাবে দাঁড়িয়ে আছে।

এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি সহানুভূতিসমবেদনা জানিয়েছেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।