নাটোরে বাগাতিপাড়ায় গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার, জব্দ মোটরসাইকেল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ মে ২০২৫ ১২:৫১ অপরাহ্ণ   |   ৮৬ বার পঠিত
নাটোরে বাগাতিপাড়ায় গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার, জব্দ মোটরসাইকেল

নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের বাগাতিপাড়ায় পুলিশের অভিযানে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
 

শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে বাগাতিপাড়া উপজেলার পকেটখালি পুলিশ ক্যাম্প এলাকায় চেকপোস্ট বসিয়ে এসব উদ্ধার করে পুলিশ।
 

বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক এস এম রিয়াজুল হাসান জানান, রাতে পকেটখালি ক্যাম্প এলাকায় পুলিশের একটি দল রাত্রিকালীন চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় দুই আরোহীসহ একটি মোটরসাইকেলকে থামার সিগন্যাল দিলে তারা পালানোর চেষ্টা করে এবং মোটরসাইকেল থেকে পড়ে যায়। পালানোর সময় তাদের একজনের শরীর থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি পড়ে যায়।
 

পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়।
 

তিনি আরও জানান, উদ্ধারকৃত পিস্তল ও গুলি থানায় সংরক্ষণ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় ওই দুই ব্যক্তিকে চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।