ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম পৌরসভার রাস্তাগুলো দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে, কুড়িগ্রাম-সোনাহাট স্থলবন্দর সড়কটির অবস্থা এতই খারাপ যে, প্রতিদিন শত শত যানবাহন চালককে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
পৌরসভার সবুজ পাড়া, পুরাতন পশু হাসপাতাল মোড়, জিয়া বাজার, দাদা মোড়, পৌরসভার সামনেসহ কুড়িগ্রাম থেকে সোনাহাট স্থলবন্দর যাবার প্রায় কয়েক কিলোমিটার রাস্তাটি খানাখন্দে ভরা। এই সড়ক দিয়ে তিনটি উপজেলার ৪টি থানার যাত্রীবাহী হালকা ও ভারী যানবাহন এবং স্থলবন্দরের পাথর বোঝায় ট্রাক গুলো প্রতিনিয়ত চলাচল করে। ফলে, প্রায়শই ছোট ছোট দুর্ঘটনা ঘটছে।
সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, এই সড়কের পাশে এবছর ৭টি পুজা মন্ডপ রয়েছে। পূজা মন্ডপের লোকজনও প্রতিমা বিসর্জনের সময় এই রাস্তা ব্যবহার করেন। রাস্তার এমন বেহাল দশার কারণে তারাও চিন্তিত।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণে সড়কের পিচ উঠে গিয়ে স্থানে স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। গাড়িচালক ইসমাইল হোসেন বলেন, "আমার গাড়ি ২ বার পড়ে গেছে এখানে। আমি সময়মতো মাল ডেলিভারী দিতে পারি না।" রিক্সাচালক দুলু মিয়া বলেন, "এক মাস থেকে রাস্তার এই অবস্থা। ঝরিত কট্টি পানি ,কট্টি খাল বোঝা যায় না। জীবন ধরি চলা নাগে, খাল হয়া গেইছে।"
সড়ক ও জনপদ নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, "বৃষ্টি চলছে এমন অবস্থায় টেকসই কাজ করা মুশকিল। জনগনের কষ্ট লাঘবে আমরা অংশটুকু আপাতত ইট বালু ফেলে গর্তগুলো পুরন করা হবে।" কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায় বলেন, "পুজোর আগেই পৌরসভার রাস্তাগুলো সংস্কার করা হবে। এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে। আমরা বিষয়টি দেখছি।"
কুড়িগ্রামবাসী দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কারের দাবি জানিয়ে আসছে। প্রশাসন যত দ্রুত সম্ভব এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে, ততই জনগণের দুর্ভোগ কমবে।