ঢাকা প্রেস নিউজ
দীর্ঘ চার দিনের ছুটি শেষে রাজধানী ঢাকার সড়কগুলোতে আবারও ফিরে এসেছে প্রচণ্ড যানজট। সোমবার (১৪ অক্টোবর) থেকে সব অফিস-আদালত খুলে যাওয়ায় রাস্তায় গাড়ির সংখ্যা বেড়েছে অনেক গুণ।
রাজধানীর বিভিন্ন এলাকায়, বিশেষ করে হানিফ ফ্লাইওভার, গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল, মালিবাগ, রামপুরা, বনশ্রী ও গুলশানে যানবাহনের লাইন দেখে চোখ ধাঁধিয়ে যায়। অফিসে যাওয়া আসা কর্মীরা এই যানজটে বেকাভে ভুগছেন।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তুহিন তালেব বলেন, "সকাল সাড়ে ৭টায় কাজলা থেকে বাসে উঠেছি। এখনও সায়েদাবাদই পার হতে পারিনি। অফিস ৯টায়, কিন্তু কখন পৌঁছাবো জানি না।" আরফান নামে আরেকজন যাত্রী বলেন, "চার দিন ছুটিতে ঢাকার রাস্তাগুলো ফাঁকা ছিল। কিন্তু আজ অফিস-আদালত খুলতেই সেই পুরনো দিন ফিরে এসেছে। এই যানজটে সত্যিই বিরক্ত লাগে।"
দীর্ঘ ছুটির পর হঠাৎ করেই যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ট্রাফিক পুলিশকেও বেশ কষ্ট করতে হচ্ছে। তারা যানজট নিরসনে কাজ করলেও সহজে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, দুর্গাপূজার ছুটিতে সরকার নির্বাহী আদেশে ১০ অক্টোবরও ছুটি ঘোষণা করেছিল। ফলে চাকরিজীবীরা টানা চার দিন ছুটি ভোগ করেছেন। এই ছুটি শেষে সকলে একসঙ্গে অফিসে ফিরে আসায় রাজধানীর রাস্তাগুলো যানজটে আচ্ছন্ন হয়ে পড়েছে।