পাবনার আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ অক্টোবর ২০২৫ ০৪:১১ অপরাহ্ণ   |   ১০৫ বার পঠিত
পাবনার আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মোহাম্মদ আল মামুন,বিশেষ প্রতিনিধি (পাবনা):-


 

পাবনা শহরের আ. হামিদ রোডের একটি আবাসিক হোটেল থেকে স্বাধীন সরকার (২৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতেই হোটেলে উঠেছিলেন তিনি, আর আজ বুধবার সকালে তার লাশ পাওয়া যায়।
 

পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, স্বাধীন সরকার হোটেল নিউ রয়েল প্যালেসের ২০১ নম্বর কক্ষ বুক করেছিলেন। বুধবার সকালে কোনো সাড়া না পেয়ে হোটেলের কর্মীরা একাধিকবার দরজায় নক দেন। সাড়া না পাওয়ায় বিষয়টি ম্যানেজারের নজরে আসে এবং তিনি পুলিশকে খবর দেন।
 

পাবনা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। তখন স্বাধীন সরকার ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিক তদন্তের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, স্বাধীন সরকার সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার গজাইল গ্রামের গাজী শাহজাহানের ছেলে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করার সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।
 

ওসি আরও বলেন, স্বাধীন ও তার স্ত্রীর মধ্যে মঙ্গলবার রাতে ফোনে ঝগড়া হয়েছিল। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলমান রয়েছে।