আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকায় প্রায় ২৬ লাখ ৪০ হাজার টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ টহলদল এ অভিযান চালায়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, কটকবাজার পোস্টের টহলদল মাদক ও চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সীমান্তে তল্লাশি চালায়। এ সময় আদর্শ সদর উপজেলার বানাশুয়া এলাকায় মালিকবিহীন অবস্থায় এক লাখ চার হাজার ২৪৭ পিস বিভিন্ন ধরনের ভারতীয় বাজি জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ২৬ লাখ ৪০ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কোম্পানি অধিনায়ক মীর আলী এজাজ জানিয়েছেন, জব্দকৃত বাজিগুলো প্রযোজ্য আইনি প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।