ঢাকা প্রেস
টাঙ্গাইল প্রতিনিধি:-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম টাঙ্গাইলে এক বক্তৃতায় সরকারকে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, "আমরা এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি, অন্য ফ্যাসিস্টকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য নয়।"
বৃহস্পতিবার টাঙ্গাইল শহরে এক সমাবেশে সারজিস আলম আরও বলেন, "কেউ যদি এখনো চিন্তা করে ছাত্র-জনতাকে ব্যবহার করে ফ্যাসিস্ট হয়ে উঠবে, তারা যেনো শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেয়।" তিনি ছাত্র-জনতাকে সতর্ক করে বলেছেন, কারো ক্ষমতালোভের হাতিয়ার হওয়া থেকে বিরত থাকতে।
চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধেও সারজিস আলম কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, "চাঁদাবাজি একটি ছোঁয়াচে রোগ। এটি যদি একবার ছড়িয়ে পড়ে, তাহলে দেশের সব খাতকে ক্ষতিগ্রস্ত করবে।" তিনি চাঁদাবাজির কারণে জনসাধারণের ভোগান্তির কথা উল্লেখ করে বলেন, চাঁদাবাজির কারণে অটোরিকশা, বাস, সবজি এবং অন্যান্য পণ্যের দাম বেড়ে যায়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন। তারা সারজিস আলমের বক্তব্যের সমর্থন জানিয়ে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।