কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

সীতাকুণ্ডে আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ-এর বোর্ড অব গভর্নরস সদস্য, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব ও আওলাদে রাসূল (সা.) হযরত আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী বলেছেন, “যেসব দেশে আল কোরআনের বিধান অনুযায়ী শাসনব্যবস্থা চালু রয়েছে, সেসব দেশে অপরাধ সংঘটনের হার অত্যন্ত কম। কোরআনে বলা হয়েছে—যে ব্যভিচার করবে, তাকে কঠোর শাস্তি দেওয়া হবে; যে চুরি করবে, তার হাত কেটে দেওয়া হবে। এই কঠোর আইনের কারণেই মানুষ অপরাধ করতে ভয় পায়। আমাদেরও কোরআনের শিক্ষা ও বিধান অনুসরণ করতে হবে। তবেই রাষ্ট্র হবে সুন্দর ও ন্যায়নিষ্ঠ।”

তিনি শুক্রবার রাতে সীতাকুণ্ড উপজেলা সীরাতুন্নবী (সা.) মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, “আমরা আওয়ামী লীগের দুঃশাসন ও লুটপাট দেখেছি—যা পৃথিবীর আর কোনো রাষ্ট্রে দেখা যায় না। আমরা দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের শাসন চাই না। আমরা চাই, রাষ্ট্র কোরআনের নিয়মে পরিচালিত হোক—ন্যায়, সততা ও ইনসাফের ভিত্তিতে।”
উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও কুতুব উদ্দিন শিবলীর সঞ্চালনায় আয়োজিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন—আইআইইউএম মালয়েশিয়ার ফ্যাকাল্টি সদস্য ও ঢাকা শরীয়াহ কনসালটেন্ট ড. হোসাইন শাহিন আজহারী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কর্নেলহাট জামে মসজিদের খতিব ড. মাওলানা আলী হোসাইন, এবং সীতাকুণ্ড জামায়াতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তাহের, সীতাকুণ্ড আলেয়া (কামিল) মাদরাসার খতিব মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মহিউদ্দিন, যুবাইদিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির, মিডিয়া কনসালটেন্ট আবুল হোসাইন, পৌর জামায়াতের আমীর হাজী আলী আকবর এবং শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি মেজবাহ উদ্দিন রাসেল।