সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
নাটোরে বড়াইগ্রামে আলোচিত শিশু আবির হ'ত্যাকারীদের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত আসামীদের দ্রুত গ্রেফতার দাবিতে সংবাদ সন্মেলন করেছেন নিহত আবিরের পরিবার।
আজ রবিবার দুপুরে বনপাড়া পৌর সভার মহিষভাঙ্গা আবিরের বাড়িতে পরিবার ও এলাকাবাসী এই সংবাদ সন্মেলন করেন।
পরিবার জানায়,তৃতীয় শ্রেনীতে পড়ুয়া শিশু আবিরকে ২৬শে জুন বনলতা মসল্লা ফ্যাক্টরির পরিত্যক্ত মাঠে পরিকল্পিতভাবে হত্যা করে ভুট্টার আটি দিয়ে ঠেকে রাখে।পরে অনেক খোঁজাখুজির পরে তার লাশ উদ্ধার করে পুলিশ।পরে একজনকে গ্রেফতার করে পুলিশ।হ'ত্যার পূনরায় তদন্ত করে দোষীদের দ্রুত আইনে আনার দাবি জানান পরিবার এলাকাবাসী।