কুরআন সুন্নাহভিত্তিক সংবিধান হলে দেশে অন্যায়-অপরাধ হতো না

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০১:১৮ অপরাহ্ণ   |   ৭৩ বার পঠিত
কুরআন সুন্নাহভিত্তিক সংবিধান হলে দেশে অন্যায়-অপরাধ হতো না

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধি:-


 

মোঃ সাইফুল ইসলাম শহীদ বলেন,সবাই একত্রিত না হতে পারলে এই দেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে যাবে। এই মুহূর্তে দেশের সকল মানুষকে কুরআন সুন্নাহর আলোকে এগিয়ে যাওয়া জরুরি।
 

গতকাল শুক্রবার (৩১ জানুয়ারী) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলা কামাল্লা ডি আর এস হাই স্কুল মাঠে কামাল্লা ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মী ও সুধী সমাবেশে কুমিল্লা উত্তর জেলা শাখা সেক্রেটারী ও দেবীদ্বার উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম শহীদ প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন। 

ঢাকা মহানগরীর দক্ষিণ স্বাস্থ্য বিভাগ নির্বাহী পরিচালক চিকিৎসক ও মজলিসে সূরা সদস্য ডাঃ মুহাম্মদ তফাজ্জল হোসেন বলেন, এ দেশের সংবিধান কুরআন হাদিস অনুযায়ী চললে কোন প্রকার দুর্নীতি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, রাহাজানি, সুদ, ঘুষ হতো না। কোরআনে আলোকে দেশ চললে সবাই ভালো হয়ে যেত। সভাপতি মাওলানা মোঃ মোশাররফ হোসেন সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা শাখা সাবেক আমীর মোঃ মনসুর মিয়া,বাঙ্গরা বাজার থানা শাখা আমীর মাস্টার মোঃ আবদুল রহিম, মুরাদনগর উপজেলা শাখা সাবেক আমীর মোঃ মনসুর মিয়া, ঢাকা মহানগরীর দক্ষিণ ওয়ারী পশ্চিম থানা শাখা আমীর হাফেজ মাওলানা মোঃ ফারুক হোসাইন, প্রধান বক্তা ঢাকা মহানগরীর দক্ষিণ স্বাস্থ্য বিভাগ নির্বাহী পরিচালক চিকিৎসক ও মজলিসে সূরা সদস্য ডাঃ মুহাম্মদ তফাজ্জল হোসেন ও মুরাদনগর উপজেলা শাখা সূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ জালাল উদ্দিন, কামাল্লা  ইউনিয়ন জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক  মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ফারুক হোসাইন, ইসলামী ছাত্র শিবির নেতা মোফাজ্জল হোসাইন, মাহবুবুর রহমান মুন্সী প্রমুখ।