মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, ধর্ষক আটক 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ মার্চ ২০২৫ ১১:৪৩ পূর্বাহ্ণ   |   ১৭১ বার পঠিত
মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, ধর্ষক আটক 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। এসময় ধর্ষককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
 

বুধবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার সূর্যের খামার গ্রামে ঘটনাটি ঘটে। এলাকার পঞ্চাশোর্ধো মানসিক প্রতিবন্ধী নারীকে মাছ দেওয়ার লোভ দেখিয়ে ভূট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে একই গ্রামের সাইফুর রহমানের ছেলে বাবর আলী (২৮)।
 

ঘটনাস্থলেই ধর্ষককে আটক করে স্থানীয়রা। পরে অভিযুক্ত যুবককে পাশের বাড়ির একটি গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেন তারা। পরে বিকেল ৩টার দিকে নাগেশ্বরী থানার পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় ধর্ষণের শিকার নারীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়।