ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি ( নারায়ণগঞ্জ):-
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নে আদর্শ নগর আ এলাকা উন্নয়ন কমিটি সি ও ডি ব্লক নামে একটি কমিটি দীর্ঘ বছর ধরে এলাকার উন্নয়নের জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।
২০২৩ সালের মে মাসের ১৫ তারিখ, স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের সর্বসম্মতিকর্মী এবং স্বাক্ষরিত একটি কমিটি গঠিত হয়েছিল। যাহার মেয়াদ ছিল দুই বছর। কমিটিটি, ওয়ায়েস করনী আদর্শ নগরের সি ও ডি ব্লক এর আওতাধীন এলাকা জুড়ে ছিল। যাহার মেয়াদ, ২০২৫ ইং সালের ১৫ ই মে পর্যন্ত বলবৎ রয়েছে বলে জানা যায়। তবে ৫ ই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর, ১লা নভেম্বর ২০২৪ ইং শুক্রবার সন্ধ্যা ৭ঃ০০ টায় ওয়ায়েস করনি আদর্শনগর সুপার মার্কেট সংলগ্ন রোডে, ৪৩ সদস্য বিশিষ্ট নতুন একটি কমিটি সর্বসাধারণকে সাথে নিয়ে করা হয় বলে জানা যায়। কিন্তু, সেই কমিটিতে, স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় মেম্বার, মহিলা মেম্বার কিংবা ফতুল্লা থানা বিএনপি'র সভাপতি, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক কেউই উক্ত বিষয়ে অবগত নয় এমনকি উপদেষ্টা মন্ডলীতেও তাদের নাম নেই। এ বিষয়ে জনপ্রতিনিধিদের কাছে মুঠোফোনে ফোন দিলে তারা বিষয়টি সম্পর্কে বলেন, উক্ত কমিটির বিষয়ে তারা কোন কিছুই জানেন না। তারা জানায়, নিজেদের প্রভাব বিস্তার করে, অনুমোদন বিহীন কোন কমিটি গ্রহণযোগ্য হবে না। আদর্শ নগর এলাকার উন্নয়নের জন্য, কমিটি গঠন হবে ভালো খবর, কুতুবপুর ইউনিয়নের প্রতিটি এলাকায় সমাজ উন্নয়ন এর জন্য নতুন কমিটি প্রয়োজন। তবে সেটা স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার রাজনৈতিক ও সাধারণ জনগণের সর্বসম্মতিক্রমে লিখিত স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে। জানা যায়, উক্ত নতুন অনুমোদন বিহীন কমিটির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন, আদর্শ নগর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নিশাদ আহমেদ। এ বিষয়টি জানার পর কুতুবপুর ইউনিয়ন বিএনপির অনেক নেতা কর্মী এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।