ঢাকা প্রেস নিউজ
ঢাকা: রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২৪ জনকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৩ জুলাই) সকালে ডিএমপির বিভিন্ন গোয়েন্দা ও অপরাধ বিভাগ এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ইয়াবা, হেরোইন, গাঁজা ও আইস সহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। ডিএমপি জানায়, তাদের হেফাজত থেকে
৫৩৮ পিস ইয়াবা, ৬৮ গ্রাম হেরোইন, ৩৭ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৩ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে।
এর আগে, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১২ জুলাই) সকাল ছয়টা থেকে শনিবার (১৩ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
এই অভিযানের মাধ্যমে রাজধানীতে মাদকের অপব্যবহার রোধে ডিএমপির দৃঢ় প্রতিশ্রুদ্ধতা পুনর্ব্যক্ত হয়েছে।