✈️ বিমানবন্দর সড়কে বৈদেশিক মুদ্রা–স্বর্ণসহ ২ পাচারকারী গ্রেপ্তার 🚨 কর্ণফুলীতে ১,৫০০ ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ ডিসেম্বর ২০২৫ ০২:০৩ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
✈️ বিমানবন্দর সড়কে বৈদেশিক মুদ্রা–স্বর্ণসহ ২ পাচারকারী গ্রেপ্তার 🚨 কর্ণফুলীতে ১,৫০০ ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

ডেস্ক নিউজ (চট্টগ্রাম):


 

চট্টগ্রামের ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং এলাকায় বিমানবন্দর রোডের রুবি সিমেন্ট ফ্যাক্টরি মোড়ে স্থাপিত পুলিশের চেকপোস্টে বিশেষ তল্লাশি অভিযানে ২২ হাজার মার্কিন ডলার ও ৪৮০ গ্রাম স্বর্ণালংকারসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।

 


 

গত ২৮ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে বিমানবন্দর থেকে হাজারীগলি সিনেমা প্যালেসগামী একটি সিএনজি অটোরিকশায় সন্দেহজনক তল্লাশি চালিয়ে এসআই (নিঃ) মো. আরিফ হোসেন, এএসআই (নিঃ) রুবেল বড়ুয়া ও সঙ্গীয় টিম দুই পাচারকারীকে আটক করেন।

 


 

আটককৃতরা হলেন—

1️⃣ আব্দুল্লাহ মোহাম্মদ আরাফাত (৩০)
পিতা – আব্দুল হাকিম, সাং – মেহেন্নাবর পাড়া, পশ্চিম কলাউজান, লোহাগাড়া, চট্টগ্রাম

2️⃣ জিহাদ উদ্দিন মানিক (১৯)
পিতা – মাহবুব আলম, সাং – একই এলাকা, লোহাগাড়া, চট্টগ্রাম

বর্তমান ঠিকানা: সালাম ম্যানশন (৪র্থ তলা), ডিসি রোড, চকবাজার, চট্টগ্রাম।

তল্লাশিতে উদ্ধারকৃত:
🔹 ২২,০০০ মার্কিন ডলার
🔹 ৪৮০ গ্রাম স্বর্ণালংকার

 

আটক ব্যক্তিরা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, অধিক মুনাফার আশায় শুল্ক ফাঁকি দিয়ে এসব চোরাচালানে যুক্ত ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ইপিজেড থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।


💊 কর্ণফুলীতে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

একই দিনে রাতে ২৮ নভেম্বর ২০২৫, কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক মোড়ে আল-আকসা হোটেলের সামনে চেকপোস্ট-৫৪ (নৈশ) দায়িত্ব পালনের সময় এসআই (নিঃ) জুয়েল মজুমদার ও সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযানে ১,৫০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেন।
 

আটককৃত নারী—

👤 রোজিনা আক্তার (২০)
পিতা – মো. ইউসুফ
মাতা – সেলিমা খাতুন
সাং – লেদা রোহিঙ্গা ক্যাম্প নং-২৪, ব্লক-বি, রুম নং-৩০৫
F.C.N নং – ২৬৩৯৮০

 

গ্রেফতারের পর তার বিরুদ্ধে মামলা নং–৩৮, তারিখ ২৮/১১/২০২৫, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


📌 পুলিশ জানায়, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।