বকশিবাজার জামে মসজিদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: বকশিবাজার জামে মসজিদ পুনর্নির্মাণ কমিটি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ এপ্রিল ২০২৫ ০২:৫৮ অপরাহ্ণ   |   ৭৮ বার পঠিত
বকশিবাজার জামে মসজিদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: বকশিবাজার জামে মসজিদ পুনর্নির্মাণ কমিটি

মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধি:-

 

বকশিবাজার জামে মসজিদ রক্ষায় সবার সহযোগিতার আহ্বান জানান মসজিদ পুনর্নির্মাণ কমিটির কর্তা ব্যক্তিরা। তাঁরা সকলের উদ্দেশ্যে বলেন,

মহানবী (সা.) বলেছেন:❝যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন।❞(সহিহ বুখারি: ৪৫০, সহিহ মুসলিম: ৫৩৩)

৫ই আগস্ট ২০২৪: মুতোয়াল্লী পরিবার ও তাদের দোসররা বকশিবাজার জামে মসজিদের জমি দখল করতে হামলা চালায় এবং নিরীহ মুসল্লিদের আহত করে। এরপর আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে।

১৭৯০ সালে মেহেরুন বিবি মসজিদের জমি ওয়াকফ করেন। ২০২২ সালের ৩০শে জুন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মসজিদটি ভেঙে ফেলে। উচ্চ আদালতের আদেশে (CIVIL PETITION FOR LEAVE TO APPEAL NO.3683 OF 2023) মসজিদ পুনর্নির্মাণের অনুমতি দেওয়া হয়। ১৭ই জানুয়ারি ২০২৫, আল্লামা মামুনুল হক ও মুফতি সাখাওয়াত হোসেন রাজি মসজিদ পুনর্নির্মাণ উদ্বোধন করেন।

আমাদের দায়িত্ব: মসজিদ রক্ষায় ঐক্যবদ্ধ হোন,সামাজিক মাধ্যমে (Facebook,Twitter,YouTube)#SaveBakshibazarMosque হ্যাশট্যাগ ছড়িয়ে দিন। মিথ্যা মামলা ও মসজিদ দখল প্রতিহত করতে জনমত গঠন করুন।

জুমার খুতবায় আলেম-ওলামাদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করুন।

📖 আরও হাদিস: “মুসলিমদের সম্মিলিত কাজের মাঝে সর্বোত্তম কাজ হলো মসজিদ নির্মাণ ও সংরক্ষণ।” (তিরমিজি: ১৩৭৫)

আল্লাহর ঘর রক্ষায় আমরা কি চুপ করে ঘরে বসে থাকবো? আপনারা কণ্ঠস্বর তুলুন, মসজিদ রক্ষায় এগিয়ে আসুন! জনগণের কাছে আহ্বান জানিয়েছেন বকশিবাজার জামে মসজিদ পুনর্নির্মাণ কমিটির বিশিষ্টজনরা।