নাব্যতা সংকটে ২৮ দিন ধরে কুড়িগ্রাম নৌ বন্দরে ফেরি চলাচল বন্ধ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ জানুয়ারি ২০২৫ ০২:৪৮ অপরাহ্ণ   |   ৫০১ বার পঠিত
নাব্যতা সংকটে ২৮ দিন ধরে কুড়িগ্রাম নৌ বন্দরে ফেরি চলাচল বন্ধ

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-



 

নাব্য সংকটের কারণে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে চিলমারী-রৌমারী নৌরুটে ২৮ দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর ব্রহ্মপুত্র নদে পানির গভীরতা কম হওয়ায় ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ফেরি কর্তৃপক্ষ।

 



রোববার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান। 

 



ফেরি চলাচল বন্ধ থাকায় সড়ক পথেও পণ্যবাহী পরিবহন যাতায়াত বন্ধ রয়েছে। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্নআয়ের ব্যবসায়ীরাও। জনপ্রিয় এ রুট ব্যবহার করতে প্রতিদিন তিন দফায় ফেরি পারাপার হতে হয় পণ্যবাহী পরিবহনগুলোর। 

 



স্থানীয় হোটেল ব্যবসায়ী আপেল বলেন, অনেক দিন থেকে ফেরি বন্ধ থাকায় ট্রাক আসে না। এখানে ট্রাক এলে ট্রাকের চালক, হেলপারসহ যারা থাকতেন তারা এই ভাতের হোটেলগুলো তেও খাওয়া-দাওয়া করতেন। তাদের উদ্দেশ্য করেই এই হোটেলগুলো চলত। এখন ব্যবসা অনেক কমে গেছে। 
 

ট্রাকচালক আতিক, ফরিদুল, হিমেল বলেন, সোনাহাট স্থলবন্দর থেকে পাথর নিয়ে এই পথে দিয়ে যাতায়াতে খুব সুবিধা। কিন্তু দীর্ঘদিন থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় রংপুর হয়ে ঘুরে যেতে হয়।
 

বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, নতুন করে আবার ৪ কিলোমিটার পথে বালু চর পড়েছে। এর আগে মন্ত্রণালয় থেকে কর্মকর্তারা এসেছিলেন। তাদের দেওয়া গাইডলাইন অনুযায়ী কাজ চলছে। তবে খনন কাজ শেষ হতে একটু সময় লাগবে।