আরিফুজ্জামান (সাগর):-
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে বাল্যবিবাহ, মাদক ও যৌতুকবিরোধী সচেতনতা.....
ঢাকা, ১৫ অক্টোবর ২০২৫: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে মিরপুর রিপোর্টার্স ক্লাবে “তারুণ্য নির্ভর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সচেতনতা” শীর্ষক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদকাসক্তি, স্বাস্থ্য সচেতনতা ও পারিবারিক শিক্ষাসহ সামাজিক নানা বিষয়ে নারীদের সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটি ভার্চুয়ালি উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালক মোঃ আব্দুল জলিল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপসচিব পদমর্যাদার পরিচালক মোঃ শাহ আলম (বিসিএস তথ্য)।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নুর হাকিম এবং বিশেষ অতিথি ছিলেন গোলাম মোক্তাদির আলভী, চেয়ারম্যান, মুভি বাংলা টেলিভিশন।
সভাপতিত্ব করেন মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল মামুন।
সমাবেশটি সঞ্চালনা করেন ফাল্গুনী টেলিভিশনের সংবাদ উপস্থাপক ও মিরপুর রিপোর্টার্স ক্লাবের নারী বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অফিসার মোঃ আবু রায়হান,
মিরপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী শরীফ নেওয়াজ লালন,
সহ-সভাপতি নুরুজ্জামান মিঠু,
সাধারণ সম্পাদক মোঃ ইস্রাফিল,
সাংগঠনিক সম্পাদক আনিস মাহমুদ লিমন,
যুগ্ম সাধারণ সম্পাদক আলি আফজাল আকাশ,
দপ্তর সম্পাদক মোঃ সোহাগ হাওলাদার,
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক,
ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুল হক ক্লিপটন,
নির্বাহী সদস্য শহিদুল ইসলাম সাগরসহ ক্লাবের নির্বাহী ও সাধারণ সদস্যবৃন্দ।
প্রায় শতাধিক নারী অংশগ্রহণকারীর উপস্থিতিতে বক্তারা সমাজে নারীর ভূমিকা, বাল্যবিবাহ রোধ, স্বাস্থ্য সচেতনতা, টিকা গ্রহণ, সন্তানদের নৈতিক শিক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে নারীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন,
“যে মুখে আমরা আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করি, সেই মুখ দিয়ে যেন কখনও মাদক গ্রহণ না করি—এটাই আমাদের অঙ্গীকার হতে হবে।”
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে নাস্তা বিতরণ করা হয়।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মহাপরিচালক মোঃ আব্দুল জলিল, মিরপুর রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এ ধরনের সামাজিক সচেতনতা কার্যক্রম একসঙ্গে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।