সাংবাদিক কর্মশালায় বক্তারা: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধ সরবরাহ নিশ্চিত করা জরুরি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০২:১৪ অপরাহ্ণ   |   ৩৫ বার পঠিত
সাংবাদিক কর্মশালায় বক্তারা: উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধ সরবরাহ নিশ্চিত করা জরুরি

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-


 

বাংলাদেশে উচ্চ রক্তচাপ দিন দিন বাড়ছে। বর্তমানে প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন এ রোগে ভুগছেন। তবে সনাক্ত হওয়ার পরও অধিকাংশ রোগী উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম শুরু হলেও টেকসই অর্থায়নের অভাবসহ নানা কারণে ওষুধ সরবরাহে ঘাটতি রয়ে গেছে। বিশেষজ্ঞরা মনে করেন, প্রান্তিক পর্যায়ের সব স্বাস্থ্যকেন্দ্রে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
 

বুধবার (১৭ সেপ্টেম্বর) অনলাইনে আয়োজিত “বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: অগ্রগতি, বাধা এবং করণীয়” শীর্ষক সাংবাদিক কর্মশালায় এসব তথ্য ও সুপারিশ উঠে আসে। কর্মশালাটি আয়োজন করে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান), সহযোগিতায় ছিল গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)। এতে রংপুর বিভাগের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ৩০ জন সাংবাদিক অংশ নেন।
 

কর্মশালায় বক্তব্য রাখেন জিএইচএআই বাংলাদেশের কান্ট্রি লিড মোহাম্মদ রুহুল কুদ্দুস, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় সদস্য ও ঠাকুরগাঁও জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক আল মামুনমেরিনা লাভলী প্রমুখ।
 

আলোচনায় জানানো হয়, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারের ৩৫টি মন্ত্রণালয়/বিভাগ সম্প্রতি একটি ‘যৌথ ঘোষণাপত্র’ স্বাক্ষর করেছে। একইসঙ্গে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে অত্যাবশ্যকীয় ওষুধ বিনামূল্যে প্রদানের সুপারিশ করা হয়েছে।
 

বক্তারা বলেন, দেশে মৃত্যু ও অক্ষমতার প্রধান তিনটি কারণের একটি উচ্চ রক্তচাপ। এ পরিস্থিতি মোকাবেলায় সকল কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি অসংক্রামক রোগ খাতে বাজেট বাড়ানো অত্যন্ত জরুরি।
 

কর্মশালায় বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন প্রজ্ঞার পরিচালক মো. শাহেদুল আলম এবং কো-অর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা