সীতাকুণ্ডে প্রকল্প উপকারভোগীদের সাথে মতবিনিময় কর্মশালা আনন্দ ও সিপ এনজিওর 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ নভেম্বর ২০২৫ ০৩:৪৩ অপরাহ্ণ   |   ৫১ বার পঠিত
সীতাকুণ্ডে প্রকল্প উপকারভোগীদের সাথে মতবিনিময় কর্মশালা আনন্দ ও সিপ এনজিওর 

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধিঃ



চট্টগ্রাম সীতাকুণ্ডে আনন্দ ও সিপ এনজিওর আয়োজনে দিন ব্যাপী সেবা প্রাপ্তির জন্য প্রকল্প উপকারভোগীদের সাথে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


 




গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। উক্ত কর্মশালায় দিনব্যাপী প্রশিক্ষণে বিষ মুক্ত কৃষি পণ্য উৎপাদন, মৎস্য খাতে  মাছ চাষে উদ্বুদ্ধ করা, নার্সারির মাধ্যমে চারা উৎপাদন এবং কৃষকরা সহজ ও সাবলীল ভাবে কিভাবে উপজেলার সরকারি দপ্তর হতে সেবা পেতে পারেন তা নিয়ে অনেক আলোচনা হয়। তাছাড়া সরকারি বিভিন্ন দপ্তর থেকে সহজ শর্তে কিভাবে ঋন পাওয়া সম্ভব এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উক্ত কর্মশালায় আনন্দ সিপ সীতাকুণ্ড ট্রেনিং অফিসার মোঃ হাসানুজ্জামান এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ এম এ কুদ্দুছ।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কল্লোর বড়ুয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ তাজ্জামল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ,সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ৃম চৌধুরীি। 


এছাড়াও বক্তব্য রাখেন ৪নং  মুরাদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নির্মল চন্দ্র দাস,১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ দিদারুল হক, সাংবাদিক সঞ্জয় চৌধুরী এবং মাঠ পর্যায়ের বিভিন্ন উপকারভোগী কৃষক ও সবজি ডিলার উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন ”আনন্দ ও সিপ মাঠ পর্যায়ে যথেষ্ঠ দক্ষতার সাথে পরিবার উন্নয়নের কাজ করে যাচ্ছে। আর এ কার্যক্রমকে আরো বেগবান করতে কৃষি উন্নয়নের বিকল্প নাই। এ ধরণের কার্যক্রমের মাধ্যমে হতদরিদ্রের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। তাছাড়া আনন্দের প্রকল্প মেয়াদ পরবর্তী উপজেলার বিভিন্ন দপ্তর কৃষকদের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদান করবে।


প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক  কৃষিবিদ এম এ কুদ্দুছ বলেন,  জলবায়ু সহিষ্ণু জীবিকায়ন উন্নয়ন এবং পরিবার উন্নয়ন পরিকল্পনা তৈরী করে এবং বাস্তবায়ন করছে । পরিবার উন্নয়ন পরিকল্পনার মধ্যে বসতবাড়িতে সবজি চাষ, মাছ চাষ, গৃহপালিত পশু পালন,বিভিন্ন ভোকেশনাল প্রশিক্ষণ প্রদান করে।এছাড়াও কৃষক মাঠ স্কুল, ভিলেজ মডেল ফার্ম সাসটেইনেবল ইন্ট্রিগ্লেটেড ফার্মিং সিস্টেম নিয়ে কাজ করছে। বিভিন্ন প্রকার সবজি বীজ,সার ও কারিগরী সহায়তা সহ অন্যান্য চাষাবাদ উপকরন প্রদান করা ও উৎপাদিত পন্যের বাজার সংযোগ সহায়তা করা। সিপ জলবায়ু সহিষ্ণু জীবাকায়ন ও ঝুঁকি হ্রাস ও দূর্যোগের যথাযথ সাড়া প্রদান বিষয়ক বিভিন্ন কার্যক্রম সম্পাদন করবে এরই আওতায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ওর্য়াড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন ও যেখানে ইতিমধ্যে কমিটি আছে সেগুলোর মাধ্যেমে দুর্যোগ বিষয়ে সচেতন করা।