ইশরাককে শপথ করানোর দাবিতে নগর ভবনে অবরোধ, বন্ধ নাগরিক সেবা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ মে ২০২৫ ০১:৩২ অপরাহ্ণ   |   ৮৮ বার পঠিত
ইশরাককে শপথ করানোর দাবিতে নগর ভবনে অবরোধ, বন্ধ নাগরিক সেবা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে চলছে লাগাতার অবস্থান কর্মসূচি। এর ফলে কার্যত অচল হয়ে পড়েছে নগর ভবন। বন্ধ রয়েছে সেখানকার সব ধরনের দাপ্তরিক কার্যক্রম ও নাগরিক সেবা।
 

মঙ্গলবার সকাল ১০টা থেকে নগর ভবনের সামনের সড়কে অবস্থান নেয় ইশরাক হোসেনের সমর্থকরা। ভবনের প্রধান ফটকের সামনে একটি অস্থায়ী মঞ্চ স্থাপন করে সেখানে জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান বাজানো হচ্ছে।
 

অবস্থানের কারণে বঙ্গবাজার থেকে গুলিস্তান গোলাপশাহ মাজার পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যাত্রীরা।
 

আন্দোলনকারীরা ইশরাক হোসেনকে দ্রুত মেয়র হিসেবে শপথ করানো এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন। আন্দোলনকারীদের ভাষ্যমতে, "জনতার মেয়র" ইশরাককে দায়িত্ব না দেওয়া পর্যন্ত নগর ভবন অচল থাকবে। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
 

গত বুধবার শুরু হওয়া এই কর্মসূচির ফলে পুরো নগর ভবনে কার্যক্রম বন্ধ রয়েছে। ২৮টি নাগরিক সেবা প্রদানকারী এই ভবনে এখন কোনো সেবা পাওয়া যাচ্ছে না। এতে দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।
 

পুরান ঢাকার বাসিন্দা আসমা বেগম বলেন, “একটা কাজের জন্য তিন দিন ধরে ঘুরছি। ফটক বন্ধ, কাউকে দেখতেও দিচ্ছে না।”
 

এদিকে স্থানীয় সরকার বিভাগের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত নগর ভবনে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও প্রবেশ করতে পারছেন না। সচিবালয়ের অগ্নিকাণ্ডের পর থেকে মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্যক্রম এখান থেকেই পরিচালিত হচ্ছে।
 

ছাত্রদল কর্মী সুমন হাসান বলেন, “সরকার ও স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাক ভাইকে দায়িত্ব না দিয়ে অন্যায় করছে। উপদেষ্টা আসিফ মাহমুদই মূল ষড়যন্ত্রকারী।”
 

লালবাগের ব্যবসায়ী আদিলুর রহমান বলেন, “ইশরাককে ষড়যন্ত্র করে হারানো হয়েছিল। এখন আদালত তাঁকে মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে। মেয়াদের বাকি সময়টুকু আমরা তাঁকেই মেয়রের চেয়ারে দেখতে চাই।”